insta logo
Loading ...
×

গৃহস্থকে শেকল দিয়ে কয়েক লাখের গয়না উধাও

গৃহস্থকে শেকল দিয়ে কয়েক লাখের গয়না উধাও

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও ঝালদা : তক্কে তক্কে ছিল তারা। ছিল দস্তুরমতো হোম ওয়ার্ক। কে বাপের বাড়ি গেছে, খবর ছিল। খবর ছিল কে অন্য রুমে শুয়েছে। আর সেই ফাঁকে গেরস্তকে বাইরে থেকে শিকল দিয়ে দুঃসাহসিক চুরি পুরুলিয়া জেলার ঝালদায়। ঝালদা থানার বিশরিয়া গ্রামে একই কায়দায় পরপর চারটি বাড়িতে চুরি। উধাও কয়েক লক্ষ টাকার সোনার গয়না। লোপাট অন্যান্য অলংকারও। বুধবার রাতে ঘটেছে এমন দুঃসাহসিক চুরির ঘটনা। গ্রামবাসী লালদেব মাহাতো বলেন,” চোরেরা বাইরে থেকে শেকল তুলে আমাদের ঘরের মধ্যে আটকে রেখে ফাঁকা বাড়িগুলিতে লুটপাট চালায়। এভাবেই পর পর চারটি বাড়িতে চুরির ঘটিনা ঘটেছে ওই গ্রামে। ঘটনার পর বেশ আতঙ্কিত হয়ে পড়েন ওই গ্রামের মানুষজন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বৃহস্পতিবার ঘটনাস্থলে যায় ঝালদা থানার পুলিশ।
অন্যদিকে বুধবার বাড়ি তালা বন্ধ করে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন পুরুলিয়া মফস্বল থানার কর্পূরবাগান এলাকার বাসিন্দা সোনা চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ভেতর ঘরটি লণ্ডভন্ড অবস্থায়। সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে । গৃহকর্ত্রীর দাবি তার বাড়ি থেকে দুষ্কৃতিরা নগদ টাকা সহ কয়েক লাখ টাকা মূল্যের সোনা ও রূপার অলংকার নিয়ে গেছে। দুটি ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ।

Post Comment