অমরেশ দত্ত, মানবাজার:
মানবাজার থানার দোলদেড়িয়া গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেলো এক শবর পরিবারের বাড়ি। খবর পেয়েই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো মানবাজার ১ নং ব্লক প্রশাসন ও বিশরী গ্রাম পঞ্চায়েত। গত শুক্রবার রাতে দোলদেড়িয়া শবর পাড়ায় মহাদেব শবরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।শনিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কম্বল, ত্রিপল, জামা কাপড় ও খাদ্য সামগ্রী তুলে দেন মানবাজার ১নং ব্লকের বিডিও দেবাশীষ ধর, মানবাজার ১নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র ও বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জিতা বেশরা। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় এদিন।











Post Comment