দেবীলাল মাহাত, আড়শা :
ক্রমশ হারিয়ে যাচ্ছে ঘোড়া নাচ। ধুঁকছে পুরুলিয়ার এই লোক অঙ্গিক। বরাত না পাওয়ায় এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরাও এই শিল্প কলা থেকে মুখ ফেরাচ্ছেন। লোকসংস্কৃতি গবেষক সুভাষ রায় বলেন, ” নানান কারণে এই শিল্পকলা হারিয়ে যাচ্ছে। তবে এক সময় এই শিল্পের জৌলুষ ছিলো চোখে পড়ার মতো। “
অতীতে পুরুলিয়ার গ্রামে- গঞ্জে বিনোদনের অন্যতম মাধ্যম ছিল ঘোড়া নাচ। বিভিন্ন গ্রামে ছিল পেশাদারি ঘোড়া নাচের দল। বিয়ে বাড়ি মানেই ঘোড়া নাচ। বিয়ে বাড়িতে বরযাত্রী দলের সঙ্গে ঘোড়া নাচের দল থাকতো। বাঁশ কেটে ঘোড়ার কাঠামো তৈরি করা হতো । কাঠামোর গায়ে থাকতো রং বেরঙের কাপড়। কাঠামোর মাঝে থাকত ফাঁক। সেই ফাঁকে একজন মানুষ ঢুকতে পারতেন। পায়ে ঘুঙুর বেঁধে কাঠামোর মধ্যে ঢুকে বাজনার তালে তালে নাচতেন শিল্পী। সেই নাচ দেখে সকলে অভিভূত হয়ে যেতেন। তবে এখন আর সেভাবে দেখা মেলে না ঘোড়া নাচের। তবে বাঁদনা পরবে কিছুটা হলেও চোখে পড়ে। শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে ডাক না পাওয়ায় হতাশ হয়ে যান। তাই অভাবের তাড়নায় তারা অন্য পেশায় যুক্ত হয়ে পড়েছেন। ফলে বিলুপ্তির পথে এই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি!
Post Comment