অমরেশ দত্ত, মানবাজার:
শতবর্ষ উদযাপন সব সময় গৌরবের। একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সে গৌরব যেন শতগুণ বেশি। মানবাজার মহকুমা শহরের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মানবাজার বোর্ড প্রাথমিক বিদ্যালয় পদার্পণ করতে চলেছে শতবর্ষে। শত শত কৃতী ছাত্র ছাত্রীর আঁতুড়ঘর এই বিদ্যালয়। এখান থেকে পড়াশোনা করেই আজ তাঁরা জীবনে সুপ্রতিষ্ঠিত। পৌঁছেছেন সাফল্যের উচ্চতম শিখরে। স্বাভাবিকভাবেই গর্বিত প্রাক্তন শিক্ষার্থী সহ গোটা মানবাজারবাসী। ১৯২৪-এ যাত্রা শুরু এই স্কুলের। ২০২৪ সালের ২৯ শে ডিসেম্বর এই প্রাচীন শিক্ষায়তন পদার্পণ করছে শততম বর্ষে। মানবাজার বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,শতবর্ষে পদার্পণ করতে চলেছে এই বিদ্যালয়। শতবার্ষিকী অনুষ্ঠানে প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। পাশাপাশি প্রত্যেক প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাই।












Post Comment