insta logo
Loading ...
×

উচ্চ মাধ্যমিক : প্রশ্নপত্র নিয়ে বড়ো সিদ্ধান্ত সংসদের

উচ্চ মাধ্যমিক : প্রশ্নপত্র নিয়ে বড়ো সিদ্ধান্ত সংসদের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

আগামী মার্চ মাসের ৩ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। তার আগেই বিরাট সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সংসদের বৈপ্লবিক সিদ্ধান্তের কথা পুরুলিয়ায় এসে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা পরীক্ষা পরিচালনা কমিটি। বুধবার পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভাতে উপস্থিত হয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন এই বৈপ্লবিক সিদ্ধান্তের কথা। সভাতে হাজির ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক, উচ্চমাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহবায়ক সত্যকিংকর মাহাত, জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়, আঞ্চলিক পরিবহন আধিকারিক অর্ণব চিন্না, সমগ্র শিক্ষা মিশনের জেলা আধিকারিক কল্লোল বিশ্বাস সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।
সংসদ সভাপতি বলেন, এই প্রথম সরাসরি পরীক্ষার হলেই খোলা হবে প্রশ্নপত্র। বিগত বছরগুলিতে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রের কন্ট্রোল রুমে ভেনু সুপারভাইজার, সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা দপ্তরের আধিকারিক এবং সংসদ প্রতিনিধির উপস্থিতিতে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হতো৷ তারপর তা পরীক্ষার হলে পাঠানো হতো। এবছর থেকে পরিবর্তন আসছে পদ্ধতিতে। আরও বেশি স্বচ্ছতা ও সুরক্ষার কথা মাথায় রেখে নিয়মে বদল আনা হচ্ছে। এবার থেকে পরীক্ষার হলে যিনি গার্ড দেবেন অর্থাৎ পরিদর্শক-ই পরীক্ষার্থীদের উপস্থিতিতে প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ধরনের ব্যবস্থাই গৃহীত হয়। এবার উচ্চ মাধ্যমিকেও সেই পদ্ধতিই নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সভা থেকেই একগুচ্ছ নির্দেশিকার কথা জানানো হয়েছে।

সংসদ সভাপতি জানান

◾এই প্রথম পরীক্ষার হলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্র।
◾প্রশ্নপত্রের সুরক্ষার জন্য নেওয়া হচ্ছে একগুচ্ছ পদক্ষেপ।
◾প্রতি প্রশ্নে বিশেষ সিরিয়াল নম্বর থাকবে। যেটিকে পরীক্ষার্থীরা উত্তরপত্রে উল্লেখ করবেন।
◾ প্রতি কেন্দ্রের প্রবেশ কক্ষে সিসিটিভি থাকবে।
◾মোবাইল, স্মার্ট ওয়াচ, ইয়ারপিস, ব্লুটুথ হেডফোন সহ কোনপ্রকার ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ করা হচ্ছে। শুধুমাত্র বেসিক সায়েন্টিফিক ক্যালকুলেটরকে ছাড় দেওয়া হবে। যেগুলি সীমিত কার্যকলাপ করা যায় এবং বিজ্ঞানের ছাত্র ছাত্রীরা ব্যবহার করে।
◾পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ জুড়ে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ (আগেকার ১৪৪) ধারা জারি থাকবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক সত্যকিংকর মাহাত বলেন,
◾এবারে জেলায় মোট ৮৫ টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। তার মধ্যে মূল কেন্দ্র ৪০টি এবং অতিরিক্ত কেন্দ্র ৪৫ টি।
জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক জানান, ” বিগত বছরগুলোতে ভালো ভাবেই পরীক্ষা মিটে গিয়েছে মানে এবারে কোন প্রকার আত্মসন্তুষ্টির জায়গা নেই, চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নির্বিঘ্নে পার করতে হবে।” উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনার জেলা উপদেষ্টা কমিটির সদস্য, শিক্ষক বিকাশ মাহাত জানান, “পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যই আমাদের অন্যতম লক্ষ। তাই জেলা জুড়ে পরিবহন সচল রাখা, ট্রাফিক বিভাগের তৎপরতা সহ সমস্ত পরীক্ষাকেন্দ্রেই স্বাস্থ্য দফতরের বিশেষ দলের উপস্থিতি সুনিশ্চিত করা হচ্ছে।”
এদিনের সভায় জেলার সমস্ত পরীক্ষাকেন্দ্রে ভেনু সুপারভাইজার, সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে ব্লক ও জেলা স্তরের স্কুল ইন্সপেক্টররাও হাজির ছিলেন। বিগত কয়েক বছরে কয়েকটা জেলায় বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার জেরে সংসদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। এবার সেই সমস্ত খামতি ঢাকতেই আগেভাগেই আসরে নামল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাছাড়া সভায় সংসদের কড়া মনোভাবের কথা বারেবারেই বুঝিয়ে দেন সংসদ সভাপতি। সংসদ সূত্রে খবর, অতিরিক্ত সুরক্ষার পদক্ষেপ হিসাবে এবারে সংসদ থেকেই একটি করে মেটাল ডিটেক্টর সরবরাহ করা হবে। পাশাপাশি প্রবেশ কক্ষে সিসি ক্যমেরার নজরদারির পাশাপাশি ফ্রিস্কিং করা হবে প্রত্যেককেই। প্রতি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় থানার পুলিশ এসকর্ট করে নিয়ে যাবে।

Post Comment