নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শহর পুরুলিয়ার রাধাকৃষ্ণ আবাসনের পঞ্চম তলা ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বর্তমানে পুরুলিয়া শহরের যত্রতত্র বহুতল গড়ে উঠছে বলে অভিযোগ। কলকাতা হাইকোর্ট-র রায় তা যেন আরও একবার প্রমান করলো।
এই শহরের ১২নং ওয়ার্ডের চন্ডীকর লেনে অবস্থিত রাধাকৃষ্ণ আবাসন নামের একটি বহুতলের পঞ্চম তলা ভেঙে ফেলতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদি। আগামী দু’সপ্তাহের মধ্যে ওপর তলাটি ভেঙে ফেলতে বলা হয়েছে। এ বিষয়ে মামলাকারী অর্ণব কুমার জানিয়েছেন, পুরুলিয়াতে সাধারণত ছোট গলির মধ্যে জি প্লাস চার বহুতল নির্মাণ করা যায়। ১৯৯৩ সালের পুর আইন অনুযায়ী এটা বৈধ। কিন্তু ২০১৬-তে অনুমোদন প্রাপ্ত এই বহুতল জি প্লাস ফাইভ করা হয়েছিল। পুরসভার এই বিশেষ তহবিলে টাকা দিয়ে এ বিষয়ে অনুমোদন পেয়েছিলেন প্রমোটাররা। তবে এই বিষয়টি নিয়ে প্রমোটারদের তরফে কোন বক্তব্য মেলেনি।
এই ঘটনার পর শহরের বিধি ভেঙে তৈরি বহুতলগুলিতে ওপরতলার বাসিন্দারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। মামলাকারী জানান, পাশের যে রাস্তা সে রাস্তাও কিন্তু নকশা মোতাবেক নেই।











Post Comment