নিজস্ব প্রতিনিধি , ঝালদা :
আর খুচরো কোন সংগঠন নয়। স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক প্রত্যেকের জন্য একটাই সংগঠন।
প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সোমবার ঝালদা ১নম্বর ব্লকের মিটিং হলে একটি বৈঠকের মাধ্যমে পথ চলা শুরু করেছে সংগঠনটি। উপস্থিত ছিলেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, ঝালদা ১ নং ব্লকের বিএমওএইচ দেবাশীষ মন্ডল সহ আরো কয়েকটি ব্লকের বিএমওএইচ এবং ঝালদা মহকুমার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, “এতদিন স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সংগঠন ছিল। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এরপর থেকে একটাই সংগঠন। সেই সংগঠনের ছত্রছায়ায় থেকেই তাদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করবেন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকেরা। সংগঠনটির মাথায় রয়েছেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা। সুচিকিৎসার বিষয়েও বিভিন্ন পদক্ষেপ নেবে সংগঠনটি। “
কয়েকদিন আগে পুরুলিয়ার রঘুনাথপুরেও এধরনের বৈঠকের মাধ্যমে গঠিত হয় এই সংগঠনের মহকুমা স্তরীয় শাখা।
Post Comment