নিজস্ব প্রতিনিধি, বরাবাজার
পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগে শবর পাড়ায় স্বাস্থ্য শিবির হলো। শুক্রবার দুপুরে বরাবাজার ব্লকের বাগালবাঁধ শবর শিশু বিকাশ কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়। প্রশাসন জানিয়েছে, এই শিবির থেকে পুরুলিয়া, মহিলা এবং শিশু মিলিয়ে প্রায় ৩০০ জনের বেশি স্বাস্থ্য পরীক্ষা করেছেন।











Post Comment