insta logo
Loading ...
×

ঝালদায় তাপ প্রবাহের বলি প্রধান শিক্ষক

ঝালদায় তাপ প্রবাহের বলি প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তীব্র তাপপ্রবাহ কেড়ে নিল প্রধান শিক্ষকের প্রাণ। মৃতের নাম বাদল চন্দ্র মাহাতো (৪৫)। তিনি ঝালদা এক নম্বর চক্রের জামলহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জানা গেছে বৃহস্পতিবার তিনি নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তিনি ডবলিউবিপিটিএ-র দীর্ঘদিনের সদস্য ছিলেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ জেলার শিক্ষা মহল।

প্রসঙ্গত উল্লেখ্য তীব্র গরমের কারণে বৃহস্পতিবার থেকেই প্রাথমিকে মর্নিং সেশন আবার শুরু করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। শনিবার পর্যন্ত তিনদিন মর্নিং স্কুল চলবে। প্রধান শিক্ষকের মৃত্যুর খবর শুনে হাসপাতালে যান প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, ঝালদা এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দ ও ডব্লিউবিপিটিএ-র জেলার সাধারণ সম্পাদক সুধন্যকুমার মাহাতো। বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। গরমের মধ্যে কয়েকদিন জেলা প্রাথমিকে ডে স্কুল চলায় ছাত্রদের পাশাপাশি শিক্ষকরাও অসুস্থ হয়ে যাচ্ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, গরমে অসুস্থতার কারণেই ওই প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

Post Comment