নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
পরীক্ষার শৃঙ্খলা ভাঙা নিয়ে শুরু হওয়া অপ্রীতিকর ঘটনার পর সোমবার উত্তেজনা ছড়াল কোটশিলা থানার বেগুনকোদর হাই স্কুলে। অভিযোগ, এক অভিভাবক ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য স্কুলে ঢুকে প্রধান শিক্ষক সোমনাথ কর্মকারের উপর চড়াও হন এবং মারধর করেন। ঘটনায় নাকে আঘাত পেয়ে চিকিৎসা করাতে হয় প্রধান শিক্ষককে। ঘটনার পর পাঁচজনের নামে মামলা রুজু করে তদন্তে নেমেছে কোটশিলা থানার পুলিশ।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার অষ্টম শ্রেণির পরীক্ষাকেন্দ্রে কয়েকজন ছাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। প্রধান শিক্ষক সেখানে পৌঁছালে বেশিরভাগ ছাত্র পালিয়ে গেলেও একজনকে তিনি ধরে ফেলেন। পরে তাকে বকাঝকা করে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনাকেই অভিভাবকরা অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তাঁদের দাবি, ছেলেকে কেবল বকাঝকা নয়, মারধরও করা হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার ক্লাস চলাকালীন ওই পড়ুয়ার পরিবারের লোকজন স্কুলে এসে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে সন্তানের উপর মারধরের অভিযোগ তোলে। এরপরই কথা কাটাকাটি বিতণ্ডায় পরিণত হয়ে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। প্রধান শিক্ষকের নাকে চোট লাগে বলে জানা যায়।
স্কুলের খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় কোটশিলা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করে তারা প্রধান শিক্ষককে চিকিৎসার জন্য কোটশিলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
এরপর প্রধান শিক্ষক সোমনাথ কর্মকার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পাঁচজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।










Post Comment