নিজস্ব প্রতিনিধি,রঘুনাথপুর : বিকেলের রোদ তখন মরে আসছে। আর ঠিক গোধূলি লগ্নে গেরস্থের বাড়িতে ঢুকে পড়ল একটি হনুমান। আতঙ্কে একেবারে হুলুস্থুল কাণ্ড রঘুনাথপুরে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে রঘুনাথপুর পুর শহরের বেদিয়া পাড়ায়। ওই পাড়ার এক ব্যক্তির বাড়িতে ওই হনুমানটি ঢুকে পড়ে। কিন্তু তারপরই সে সাইলেন্ট মোডে চলে যায়। দীর্ঘক্ষণ সে আর নড়াচড়া না করায় সন্দেহ হয় হনুমানটি কি মরে গেল নাকি? খবর দেওয়া হয় বন দপ্তরের রঘুনাথপুর রেঞ্জে। খবর পাওয়ার পরে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই হনুমানটিকে উদ্ধার করে। বন দপ্তর সুত্রে জানা গিয়েছে, হনুমানটিকে বেশ কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হবে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
Post Comment