নিজস্ব প্রতিনিধি, কেন্দা : বাড়ির সিলিং পাখায় গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শুভেন্দু মাহাতো ( ২৭)। তার বাড়ি কেন্দা থানার কুলডি গ্রামে। শনিবার সকালের দিকে মৃত যুবককে সিলিং পাখার সঙ্গে ঝুলতে দেখায় চমকে যান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তাকে কেন্দা থানার পুলিশের মাধ্যমে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
Post Comment