insta logo
Loading ...
×

পুজোর জামা-কাপড় ভর্তি হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিল দমকল বিভাগ

পুজোর জামা-কাপড় ভর্তি হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিল দমকল বিভাগ

নিজস্ব প্রতিনিধি , রঘুনাথপুর

রাস্তায় পড়ে যাওয়া পুজোর জামা-কাপড় ভর্তি ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল রঘুনাথপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও রঘুনাথপুর দমকল বিভাগ। সোমবার রাতের এই ঘটনায় মানবিকতার ছবি ফুটে উঠল শিল্প শহর রঘুনাথপুরে। আসানসোল থেকে ব্যাগ ভর্তি পুজোর বাজার করে টোটোতে করে বাড়ি ফিরছিলেন রঘুনাথপুর থানার বাবুগ্রাম গ্রামের বাসিন্দা উমাশঙ্কর দাস। ফেরার পথে রঘুনাথপুর-দুবড়া রাস্তায় রঘুনাথপুর দমকল বিভাগের গেটের অদূরে রাস্তার ওপর পড়ে গিয়েছিল ওই ব্যাগটি। এরপর গভীর রাতে সেই ব্যাগটি রঘুনাথপুর দমকল বিভাগের কর্মীদের নজরে আসতেই সেই ব্যাগটি উদ্ধার করেন দমকল বিভাগের কর্মীরা। এরপর ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাধ্যমে সামাজিক মাধ্যমে তা পোস্ট করা হয়। তারপরেই ওই ব্যাগের মালিকের পরিচয় জানা যায়।
রঘুনাথপুর দমকল বিভাগের এক আধিকারিক জানান, সোমবার গভীর রাতে তাদের অফিসের গেটের অদূরে ব্যাগটি পড়ে ছিল। সেটি উদ্ধার করে ‘বন্ধু’ পরিবারের মাধ্যমে সোস্যাল মিডিয়াতে তা পোস্ট হতেই ওই ব্যাগের মালিকের পরিচয় পাওয়া যায়। জানা যায়, ওই ব্যাগটি বাবুগ্রাম গ্রামের এক ব্যক্তির। এরপরই তাকে ডেকে উপযুক্ত প্রমাণের পরিপ্রেক্ষিতে তার ব্যাগটি রঘুনাথপুর দমকল বিভাগের আধিকারিক ও ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ব্যাগটি তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া পুজোর জামা- কাপড় ভর্তি ব্যাগ হাতে পেয়ে খুশি বাবুগ্রামের ওই বাসিন্দা উমাশঙ্কর দাস। তিনি বলেন, ” পুজোর জামাকাপড় ভর্তি ব্যাগটা হারিয়ে যাওয়ায় একটুও মন ভালো ছিল না। রঘুনাথপুরের ওই স্বেচ্ছাসেবী সংগঠন ও দমকল বিভাগ যেভাবে হারিয়ে যাওয়া ব্যাগটি আমাকে ফিরিয়ে দিল তাতে আমি অভিভূত। ছোট ছোট ছেলে-মেয়েরা যে কত খুশি হবে তা বোঝাতে পারবো না। “

Post Comment