insta logo
Loading ...
×

ঝাড়খন্ড সীমানায় উদ্ধার আধপোড়া মৃতদেহ

ঝাড়খন্ড সীমানায় উদ্ধার আধপোড়া মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি , ঝালদা :

এক অজ্ঞাত পরিচয় যুবকের আধপোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়ালো ঝালদায়। ঘটনায় খুন ও প্রমাণ লোপাটের মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ। শনিবার সকালে ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন ঝালদার ব্রজপুর এলাকায় একটি ফাঁকা জায়গা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির আধপোড়া মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ঝালদা থানায়। ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ। মৃতের গলায় ও শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তার থেকে পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে খুন করে প্রমাণ লোপাটের জন্য সীমানা এলাকায় দেহটি ফেলে দিয়ে তরল দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। শনিবার ওই মৃতদেহটি উদ্ধার করে
ময়নাতদন্তে পাঠায় পুলিশ। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের একটি মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতের পরিচয় জানতে ঝাড়খন্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ঝালদা থানা। শুরু হয়েছে তদন্ত। ‌

Post Comment