insta logo
Loading ...
×

বিরাট সুখবর! নাম নথিভুক্ত করলেই মিলবে শ্রমিক ভাতা

বিরাট সুখবর! নাম নথিভুক্ত করলেই মিলবে শ্রমিক ভাতা

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

শাসকদল তৃণমূলের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হল শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা শিবির। সোমবার দুপুরে আই.এন.টি.টি.ইউ.সি- র জেলা সদস্য, ব্লক সদস্য এবং বলরামপুরে শ্রমিকদের নিয়ে বলরামপুর বাস স্ট্যান্ডে একটি সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। আয়োজিত হয় বিশেষ র‍্যালিও।
আই.এন.টি.টি.ইউ.সি-র জেলা সভাপতি উজ্জ্বল কুমার বলেন, আজ আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনমজুর শ্রমিকদের কথা মাথায় রেখে প্রথম সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্প চালু করে ছিলেন। এটি প্রথমে সামাজিক সহায়তা প্রকল্প নামে পরিচিত ছিল। আগে এই প্রকল্পের জন্য শ্রমিকদের মাসে ২৫ টাকা জমা করতে হতো। বাকি ৩৫ টাকা সরকার জমা করে দিত। কিন্তু বর্তমান তৃণমূল সরকার আসার পর শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা করে দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় এলে লাগবে না কোন টাকা। শুধুমাত্র একটি ফর্ম ফিল আপ করে প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে হবে। প্রকল্পের মধ্যে নাম থাকলে ৬০ বছর পেরোলেই মিলবে শ্রমিক ভাতা।
আজ এই বিশেষ দিনে বলরামপুরে এই প্রকল্পের সূচনা হলো। আগামী দিনে পুরুলিয়ার সমস্ত ব্লকে নাম নথিভুক্ত করনের ফর্ম পাওয়া যাবে। সেই ফর্ম সংগ্রহ করে নিজের নাম নথিভুক্ত করে এই বিশেষ প্রকল্পর আওতায় আসতে পারবে জেলার শ্রমিকেরা।

Post Comment