insta logo
Loading ...
×

ঝালদার পুস্তিতে ২০০ জন কৃষকের হাতে শস্য প্রদান

ঝালদার পুস্তিতে ২০০ জন কৃষকের হাতে শস্য প্রদান

নিজস্ব প্রতিনিধি, ঝালদা: প্রায় ২০০ জন কৃষকের হাতে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে শস্য বীজ তুলে দিল কৃষি দফতর। মঙ্গলবার ঝালদা ১ নম্বর ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েত থেকে সর্ষে সহ নানান শস্য তুলে দেওয়া হয়। কৃষি দফতরের এই কাজে খুশি কৃষকরা। বিকল্প চাষে উৎসাহ যোগাতে কৃষি দফতরের এই উদ্যোগ।

Post Comment