দেবীলাল মাহাত, পুরুলিয়া:
জঙ্গলমহল পুরুলিয়ার জন্য সুখবর। বেড়ে গেল ধান কেনার লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিল জেলা প্রশাসন। ২০২৪ সালে পুরুলিয়া জেলায় ২ লক্ষ ৪৭ হাজার ৯৯০ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা ছিল। এবার তা বাড়িয়ে দিয়েছে প্রশাসন। পুরুলিয়া জেলা খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে, এই মরশুমে ২ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে এই জেলায়। প্রথাগত ভাবে ধান কেনার কাজ পুরুলিয়ায় ২ নভেম্বর তারিখ থেকে শুরু হলেও ধান এখনও সরকারি কেন্দ্রে আসেনি। ফলে গতিও আসেনি ধান কেনার কাজে। জেলা খাদ্য নিয়ামক জওহর আলম বলেন, “এই মরশুমে জেলায় ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে ২ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন।আমাদের প্রস্তুতি একেবারেই চূড়ান্ত। ধান কেনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও এখনও সরকারি কেন্দ্রগুলিতে ধান ব্যাপকভাবে আসছে না।” মূলত এখনও ধান তোলা হয়নি অধিকাংশ খেত থেকে। জেলার অধিকাংশ ব্লক এলাকাতেই এখনও ধান কাটার কাজ শেষ হয়নি। মূলত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই জেলায় ধান কেনার কাজ দ্রুত গতিতে হয়। কারণ এই সময় কৃষকরা ধান ঘরে তুলে তা বিক্রি করতে নিয়ে যান।
প্রশাসন সতর্ক, যাতে অভাবে পড়ে কাউকে খোলা বাজারে সস্তায় ধান বিক্রি করতে না হয়। খাদ্য ও সরবরাহ বিভাগ প্রচার চালাচ্ছে কৃষকরা যাতে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারেন।

এই বছর ২৫টি সরকারি কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন কৃষকরা, জানিয়েছে প্রশাসন। এই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ২০টি কিষাণ মান্ডি। অন্যদিকে বেনফেড ধান কিনবে ২৯ টি কেন্দ্রে। ৫২টি অত্যাবশ্যকীয় পণ্যের কেন্দ্র রয়েছে। সেখানে কেনা হবে ধান। এক কুইন্টাল ধানের দাম রাখা হয়েছে ২৩০০ টাকা। এর সঙ্গে দেওয়া হবে কুড়ি টাকা উৎসাহ ভাতা। যদি সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বিক্রি করেন তবেই এই উৎসাহ ভাতা মিলবে। অবশ্য সরকার নির্ধারিত এই ধানের মূল্য নিয়ে সন্তুষ্ট নয় অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের পুরুলিয়া জেলা কমিটি।ধানেত দাম বাড়াতে হবে এই দাবি নিয়ে সোমবার পুরুলিয়ার জেলাশাসক কার্যালয় অভিযান করে তারা। সংগঠনের রাজ্য কর্মকর্তা রঙ্গলাল কুমার জানান, “ধানের দাম কুইন্টাল পিছু ৩ হাজার টাকা করতে হবে।” এ বিষয়ে অবশ্য মন্তব্য করতে চায়নি পুরুলিয়া জেলা খাদ্য ও সরবরাহ দপ্তর।
Post Comment