insta logo
Loading ...
×

বড়দিনের আগেই আবাস প্লাসে সুখবর!

বড়দিনের আগেই আবাস প্লাসে সুখবর!

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

নাম ছিল ওয়েটিং লিস্টে। এবার পুরুলিয়ায় আবাস প্লাস ওয়েটিং লিস্ট থেকে বাদ পড়লো ২৬ হাজারের বেশি নাম! পুরুলিয়া জেলা প্রশাসন প্রকাশ করেছে প্রাথমিক তালিকা। ২০২২ সালে প্রস্তুত করা ওই তালিকা থেকে বাদ গিয়েছে ২৬ হাজার ৭১৮ জনের নাম। সেই তালিকার মধ্যেও কোন ভুল ত্রুটি আছে কি? উত্তর খুঁজে নিতে সোমবার থেকে জেলার প্রতিটি ব্লক এলাকাতে অঞ্চল ধরে ধরে বসছে গ্রামসভা। ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রাম সভা। যাদের নাম বাদ গিয়েছে ও যাদের নাম রয়ে গেছে উভয় পক্ষেরই গ্রাম সভায় উপস্থিত থাকার কথা। আবাস প্লাস নোডাল অফিসার তথা পুরুলিয়া জেলা পরিষদের সচিব উজ্জ্বল মণ্ডল বলেন, ” প্রাথমিক তালিকা থেকে গ্রাম সভার মাধ্যমে কোন ভুল ভ্রান্তি রয়েছে কিনা তা দেখা হচ্ছে। “
জেলা প্রশাসন জানাচ্ছে, ২০২২ সালে প্রস্তুত করা এই আবাস প্লাস অপেক্ষমাণ ও সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে বাড়ির জন্য আবেদন করা তালিকা মিলিয়ে এই জেলায় মোট ১,২১,৫৭৬ জনের নাম ছিল। অ্যাপের মাধ্যমে নভেম্বর মাস জুড়ে সমীক্ষা করা হয়। সমীক্ষার টিম ছাড়াও ব্লক, মহকুমা স্তরে চেকিং হয়। তারপর সুপার চেকিং ও পুলিশ চেকিংয়ের মাধ্যমে এই প্রাথমিক তালিকা পুরুলিয়ায় প্রকাশ করা হয়। প্রাথমিক তালিকা অনুসারে পুরুলিয়ায় ৮৬, ১৮৫ জন বাড়ি পাবেন।১৩ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা পাঠানো হবে রাজ্যের কাছে। বড়দিনের আগেই যাতে প্রাপকদের হাতে প্রথম কিস্তির টাকা চলে আসে তার ব্যবস্থা করতে এই উদ্যোগ।

Post Comment