সঞ্জয় চৌধুরী , বরাবাজার :
সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হলো বরাবাজার ব্লকের লটপদা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয় এ-বছর ৫০-তম বর্ষে পদার্পণ করল। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালিপদ সরেন। উপস্থিত ছিলেন বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন, বরাবাজার এক নম্বর চক্রের এস আই কৌশিক কুন্ডু ও বিদ্যালয়ের শিক্ষকেরা
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কালিপদ সরেন বলেন , লটপদা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি ও শ্রেণীকক্ষ গুলো সুন্দর ভাবে সাজানো হবে। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ব্যবস্থা নেবেন তিনি। বিদ্যালয়ের যা যা সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা করা হবে। সাংসদ উন্নয়ন তহবিলের টাকা দিয়ে এই সমস্ত কাজ করা হবে বলে জানান তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দত্ত বলেন, ৫০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী পালন করা হলো। ছাত্র-ছাত্রীরা যাতে মোবাইল ফোনকে খারাপ কোনও উদ্দেশ্যে ব্যবহার না করে সে বিষয়ে অভিভাবকদের নজর দিতে হবে। শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। বিদ্যালয়ের গড়ে তোলার জন্য যারা নিজেদের জমি দান করেছিলেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
Post Comment