insta logo
Loading ...
×

সৎসঙ্গে অসৎ কাজ! ধৃত মহিলা

সৎসঙ্গে অসৎ কাজ! ধৃত মহিলা

বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া:

সৎসঙ্গে এসে অসৎ কাজ! পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা। রবিবার শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গের এক বিশাল অনুষ্ঠান আয়োজিত হয়েছিল পুরুলিয়ার উপকণ্ঠে শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে। এদিন ওই মাঠে আয়োজিত সৎসঙ্গে হাজার হাজার ভক্তদের জনসমাগম লক্ষ্য করা যায়। কিন্তু ওই সৎসঙ্গের উৎসবে এসে অসৎ কাজকে বাস্তব রূপ দিল এক মহিলা।
পুলিশ সূত্রে জানা যায় সৎসঙ্গে আসা একটি মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক মহিলা ও তার এক সঙ্গী।
পুলিশ বিষয়টি জানতে পারলে হাতেনাতে ধরে ফেলে চেন ছিনতাইকারীকে। ধৃতের নাম নারায়নি মুদালিয়ার। তার বাড়ি সুদূর হুগলি জেলার ব্যান্ডেলে। চেনের মালকিনের লিখিত অভিযোগে তাকে গ্রেপ্তার করে টামনা থানার পুলিশ। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে গোপ হলে তার ২ দিনের পুলিশ হেফাজত হয়। ছিনতাইকারিণীর সঙ্গে আর একজন জড়িত ছিল। সে এখনও পুলিশের হাতে ধরা পড়েনি।

Post Comment