নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান : সাপের ছোবলে প্রাণ হারাল এক বালিকা। ঘটনাটি ঘটেছে বান্দোয়ান থানার জামজোড়া গ্রামে। মৃতার নাম রিয়া সিং (৯)। পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ওই বালিকাকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে তার পরিবার। ওই স্বাস্থ্যকেন্দ্রে ঘণ্টাখানেক চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন রাতে বাড়িতেই ঘুমিয়েছিল রিয়া। হঠাৎ স্বাসকষ্ট শুরু হয় তার। এর পরেই বাড়ির লোকজন ঘরের মধ্যে একটি বিষধর সাপ দেখতে পান। পরিবারের দাবি সাপের ছোবলে ওই বালিকার মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে বান্দোয়ান থানার পুলিশ। শুরু হয়েছে পুলিশি তদন্ত। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Post Comment