নিজস্ব প্রতিনিধি , কেন্দা:
মোটর বাইক থেকে পড়ে প্রাণ গেল এক যুবতীর। জখম মৃতার ভাই ও বোন। শনিবার বিকেলে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার কেন্দা থানার বালকডি হাই স্কুলের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বিষ্ণুপ্রিয়া কালিন্দী (২৪)। বাড়ি কেন্দা থানার বিন্দুডি গ্রামে। শনিবার বিকেলে ভাইয়ের সঙ্গে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন দুই বোন। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি দুর্ঘটনার কবলে পড়লে জখম হন তিনজনই। তড়িঘড়ি কেন্দা থানার পুলিশ তাদের উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিষ্ণুপ্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় জখম আকাশ কালিন্দী ও বাসন্তী কালিন্দীকে প্রাথমিক চিকিৎসার পর পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
Post Comment