নিজস্ব প্রতিনিধি ,জয়পুর:
বিশাল আকৃতির একটি অজগর উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে আনন্দনগরে। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। মধ্য আনন্দনগরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পরিবেশ সংরক্ষণ কানন সংক্ষেপে পসকা। প্রায় ৩০-একর জমির ওপর প্রায় ৩৫ বছর আগে আনন্দমার্গের প্রতিষ্ঠানেরতা আনন্দমূর্তিজীর নির্দেশে একদা বৃক্ষহীন ও নুড়ি পাথরে ভর্তি এলাকা ভরে ওঠে গাছ-গাছালিতে।
বছর কয়েক আগে এই পসকাতে প্রথম অজগর সাপের দেখা মিলেছিল। ধর্ম মহাসম্মেলন উপলক্ষে, প্রতি বছর প্রচুর দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। প্রতিবছরের মতো এ বছর অর্থাৎ ১-লা জানুয়ারী ২০২৫- এ বহু মানুষের সমাগম হয়েছিল এখানে। সেখানেই দেখা মেলে বৃহৎ আকৃতির অজগর সাপটির। তাদের মধ্য থেকে একজন দর্শনার্থী নিজের মোবাইলে এই বিশাল আকৃতির অজগর সাপের ছবি ও ভিডিও তুলে নেয়। এখন সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েছে। রীতিমতো ট্রেন্ডিং-এ চলছে এই ভিডিও।
Post Comment