insta logo
Loading ...
×

শতক ছুঁয়ে গণপতি আরাধনা

শতক ছুঁয়ে গণপতি আরাধনা

সঞ্জয় চৌধুরী, বরাবাজার :

সেই ১৯৩৭ সালে পথচলা শুরু। সেই সময় থেকে আজও নিয়ম করে পূজো হয়ে আসছে। অষ্টআশি বছরে পড়ল বরাবাজার মোদক সমিতির গণেশ পুজো। বরাবাজার ব্লক সদরের ঐতিহ্যবাহী গণপতি আরাধনায় শুধুমাত্র বরাবাজার শহরের সমস্ত মোদক পরিবার কাছ থেকে অর্থ সংগ্রহ করে পূজো হয়। আগে টিনের চালায় পূজা হতো, ধীরে ধীরে মোদক সমিতির উদ্যোগে পুজো আকারে বড় হয়। গণেশ মন্দিরও গড়ে ওঠে। এখন সেখানে পুজো হয়ে আসছে।

প্রতিবছরের মতো এবছরও নিয়ম নিষ্ঠা মেনে বরাবাজার মোদক সমিতির গণেশ পূজা আয়োজিত হলো। অন্যান্য বছরে তুলনায় এবার সমিতির যুবকদের উদ্যোগে গণেশ পূজা আরো বড় আকার পেয়েছে এমনটাই জানান পূজা কমিটির বর্তমান কোষাধ্যক্ষ আশীষ সিংহ মোদক। তাঁরা বলেন, আগামী বছর এর থেকেও বড় করে গণেশ পূজা আয়োজন করা হবে। গণেশ পূজাকে কেন্দ্র করে এবছর প্রচুর ভক্তের সমাগম দেখা যায়৷ ঘট বিসর্জনের পর শহরের প্রত্যেকটি মোদক বাড়িতে গণেশের প্রসাদ ও সমিতির বাংলা ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়। গণেশ পূজার দিন সান্ধ্যকালীন বিনায়ক ভজনে মেতে ওঠে মোদক সমাজের সকল সদস্যরা।

Post Comment