বিশ্বজিৎ সিং সর্দার , বলরামপুর:
বিশিষ্ট আদিবাসী সমাজকর্মীদের স্মৃতিতে দু-দিন ব্যাপী সামাজিক অনুষ্ঠান হল পুরুলিয়ার বলরামপুরে। বলরামপুর ব্লকের ঘাটবেড়া কুইয়াট্যাড় ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৯ ও ১০-ই নভেম্বর। উদ্যোগ নিয়েছিল পশ্চিমবঙ্গ আদিবাসী মুন্ডা কল্যাণ সমিতি ঘাটবেড়া কেরুয়া অঞ্চল শাখা দুই দিন ব্যাপী ফুটবল খেলা ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাজকর্মীদের স্মৃতিচারণ করেন উদ্যোক্তারা। আদিবাসী ভূমিজ সমাজের বিশিষ্ট সমাজ কর্মী অজিত সিং, কমলাকান্ত সিং, রথু সিং এবং চরণ সিং-এর স্মৃতিতে দুইদিন ব্যাপী এই সামাজিক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
রবিবার অনুষ্ঠানের শেষে সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লক্ষীনারায়ণ সিং সর্দার বলেন, পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সংস্থার মূল প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম অজিত সিং,কমলাকান্ত সিং, রথু সিং এবং চরণ সিং বর্তমানে আমাদের মধ্যে নেই। তাই তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবছর দু-দিন ব্যাপী আদিবাসী ভূমিজ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো। মুঠোফোনের জগৎ থেকে বেরিয়ে যুবসমাজকে মাঠমুখী করার উদ্দেশ্যেই দু’দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন।
রবিবার খেলার শেষে বিশেষ আকর্ষণ ছিল আদিবাসী ভূমিজ নৃত্যের আয়োজন। সেই অনুষ্ঠান দেখতে অন্যান্য গ্রাম থেকেও বহু মানুষ ভিড় জমান।
Post Comment