নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
মিষ্টি জলের মাছ কীভাবে চাষ করলে লাভের মুখ দেখবে মৎস্য চাষি, তিন দিনের প্রশিক্ষণে চুম্বক সেটাই।পুরুলিয়া জেলার তফশিলি উপজাতি সম্প্রদায়ের মাছ চাষিদের জন্য তিন দিন ধরে প্রশিক্ষণের আয়োজন করল কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের (CIFE) কলকাতা কেন্দ্র। সহযোগিতা করে পশ্চিমবঙ্গ সরকারের আদমি (WBADMIP) প্রকল্প। ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ। চলবে ৫ অক্টোবর পর্যন্ত।
বরাবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে জেলার বরাবাজার, পুঞ্চা ও মানবাজার ২ নং ব্লকের মোট ২০ জন মৎস্য চাষি অংশ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা কেন্দ্রের বিজ্ঞানী ড. সুমন মান্না, আদমি প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ ড. অভিজিৎ হালদার, মৎস্য বিশেষজ্ঞ গৌরাঙ্গ ওঝা, রাজ মণ্ডল, মৎস্য সম্প্রসারণ বিশারদ সায়নদীপ দে প্রমুখ।
মাছ চাষের জন্য কেমন ভাবে প্রস্তুত করতে হবে জলাশয়, সেই জলের গুণগত মান ভালো রাখতে কী করতে হবে, জাল ফেলার সময় মাথায় রাখতে হবে ঠিক কোন কোন বিষয়, মাছের স্বাস্থ্য পরীক্ষায় যত্ন নেওয়ার পদ্ধতি কী কী, এই সব বিষয়ে প্রথম দিন বিস্তারিত আলোচনা হয়।
অন্য দিনগুলিতে হবে মাছের খাবার প্রদান, রোগ নির্ণয় ও নিরাময়ের ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আলোচনা। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষার্থীকে নির্দিষ্ট পরিমাণে মাছের চারা, মাছের খাবার ও জলে দেওয়ার জন্য চুন প্রদান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
Post Comment