নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
বোকারোর মেডিক্যান্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের পরিচালনায় ও জয়পুর বাণী ক্লাবের সহযোগিতায় শনিবার জয়পুর বাণীও ক্লাবের গৃহে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ব্লাড সুগার, ব্লাড প্রেশার মাপা তো হয়ই, সঙ্গে অঙ্কোলজি, স্ত্রীরোগ, অর্থপেডিক বিশেষজ্ঞরাও এই শিবিরে অংশ নেন। শতাধিক মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।
জয়পুর বাণী ক্লাবের কার্যকরী সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, “বিনামূল্যে ইসিজি করারও ব্যবস্থা করা হয় এদিন।” হাসপাতালের ম্যানেজার মহম্মদ সোহরাব বলেন, ” এই শিবিরে রক্ত চাপ পরীক্ষা করা হয়। মাপা হয় ব্লাড সুগারের লেভেল৷ করা হয় ইসিজি৷ আমাদের ৬০০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতালে ক্যান্সারের পাশাপাশি হৃদরোগের চিকিৎসার সুবন্দোবস্ত রয়েছে। কারও সমস্যা থাকলে আমরা তাঁদের বিশ্বমানের চিকিৎসা দিতে পারব। “
Post Comment