insta logo
Loading ...
×

নিঃশব্দ ঘাতককে চেনালেন চিকিৎসক

নিঃশব্দ ঘাতককে চেনালেন চিকিৎসক

অমরেশ দত্ত, মানবাজার:

শরীরের নিঃশব্দ ঘাতককে চেনালেন হৃদ রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অর্ণব ঘোষ। শ্যামপুর আরকেটিএম অ্যাকাডেমি সেকেন্ডারি সেকশন নিউ ক্যাম্পাস জিতুজুড়িতে শনিবার আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নিয়ে তিনি বলেন শরীরের নিঃশব্দ ঘাতক হলো ব্লাড প্রেশার। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোন লক্ষণ থাকে না। রক্তচাপ খুব বাড়লে তখন মাথা ঘোরা, মাথা ব্যাথা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। কিন্তু বয়স চল্লিশ পার করলেই নিয়মিত ব্লাড প্রেশার মাপানো দরকার। উচ্চ রক্তচাপ হার্ট ফেলিওর, চোখের সমস্যা, কিডনির অসুখ ইত্যাদির উপকরণ।

এদিনের শিবিরের মূল বিষয় ছিল হৃদরোগ নির্ণয়। কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত ছিলেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি দিলীপ পাত্র, জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনমুন বাউরি, উপপ্রধান মৃত্যুঞ্জয় কর্মকার সহ বিশিষ্টজনেরা।

এদিনের শিবিরে দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনসের পক্ষ থেকে সাবধানতা অবলম্বনে হৃদরোগ বিষয়ক প্রাথমিক সচেতনতার বার্তা দেওয়া হয়। হার্ট অ্যাটাক হলে প্রাথমিক কর্তব্য কী, তাও হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় শিবিরের পক্ষ থেকে।

Post Comment