অমরেশ দত্ত, বাঘমুন্ডি:
সুস্থ থাকার প্রথম ও প্রধান শর্ত হলো রোগ মুক্ত থাকা। এই লক্ষ্যকে সামনে রেখে অয্যোধার পাহাড় কোলে থাকা আদিবাসী জনজাতীর কাছে স্বাস্থ্য পরিষেবা পৌছে দিতে পুরুলিয়ার অয্যোধা পাহাড় কুশলপল্লি রিসর্টে আয়োজিত হলো বিনামূল্যে এক দিবসীয় স্বাস্থ্য শিবির। শনিবার কুশলপল্লী রিসর্টের উদ্যোগে ওয়েবস্টার সার্ভিস সোসাইটির সহযোগিতায় কুশলপল্লী রিসর্টে আয়োজিত হয় এই শিবির। এদিন শিবিরে রোগীদের ব্লাড গ্লুকোস, ব্লাড প্রেসার, ওয়েট মেজারমেন্টের পাশাপাশি বিনামূল্যে ওষুধে দেওয়া হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন ডা: একে মুখার্জী, এইচ আর শেখর কুমার, ডা: আকাশ দীপ ঘোষ সহ বিশিষ্ট জনেরা।
Post Comment