insta logo
Loading ...
×

সিম কার্ড আপডেট! গেলো লাখ টাকা

সিম কার্ড আপডেট! গেলো লাখ টাকা

তাপস কুইরি, বাঘমুণ্ডি :

এসেছিল ফোন। সিম কার্ড আপগ্রেড করতে। যেই না ফোনের বোতাম টেপা, অমনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থেকে হাপিশ এক লাখ টাকা। প্রতারণার শিকার পুরুলিয়া জেলার বাঘমুন্ডির এক যুবক। সোমবার ওই যুবক বাঘমুন্ডি থানায় দায়ের করেছেন অভিযোগ। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে।
সিম কার্ড আপডেট না করালে সিম বন্ধ হয়ে যাবে, এমন বার্তা নিয়ে গত ৩০ অক্টোবর একটি প্রাইভেট মোবাইল কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে ওই যুবকের কাছে ফোন আসে। মোবাইলের কি বোর্ড থেকে তাকে এক নম্বর বোতাম চিপতে বলা হয়। বোতাম চিপতেই চিচিং ফাঁক। তারপরেই ওই যুবকের সিম কার্ড অচল হয়ে যায়।

পরের দিন ফের প্রতারকদের ফোন আসে আরেকটি নম্বরে। এবার ওই যুবকের আধার কার্ডের তথ্য জানতে চাওয়া হয়। ঠকে শিখেছেন তিনি। তাই আর কোনো তথ্য প্রদান করেননি। সন্দেহ হওয়ায় মঙ্গলবার ওই যুবক ব্যাংকে গিয়ে জানতে পারেন অ্যাকাউন্ট থেকে তিন ধাপে ইউপিআই- এর মাধ্যমে মোট এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।

Post Comment