insta logo
Loading ...

এটিএম বসানোর নাম করে প্রতারণা! গ্রেপ্তার ১

এটিএম বসানোর নাম করে প্রতারণা! গ্রেপ্তার ১

বিশ্বজিৎ সিং সর্দার,পুরুলিয়া:

পুরুলিয়ার দোকানে এটিএম বসানোর নাম করে প্রতারণা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির নাম সৌমেন্দ্রনাথ শিকদার (৫৪)। তার বাড়ি আসানসোলের রেলপাড় দিপুয়াড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় দোকানে গিয়ে এটিএম লাগানোর নাম করে বেশ কিছুদিন ধরে প্রতারণা চক্র চালাচ্ছিল। পুরুলিয়ার রাঘবপুর মোড় এলাকায় অনন্ত গঁরাইয়ের জায়গায় এটিএম বসানোর নাম করে সৌমেন্দ্রনাথ প্রথমে দশ হাজার টাকা নেয়। পরবর্তী সময়ে পুনরায় টাকা চাওয়ায় অনন্ত বাবুর মনের মধ্যে সন্দেহ দানা বাঁধে। তিনি তড়িঘড়ি খবর দেন টামনা থানায়। শুক্রবার ঘটনায় অভিযুক্ত সৌমেন্দ্রনাথ শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে, আদালত অভিযুক্তকে ৪ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Post Comment