নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
দ্রুত বেগে আসা একটি মারুতি কেড়ে নিল মাধ্যমিক পরীক্ষার্থীর একটা বছর। দুর্ঘটনার জেরে পরীক্ষা দিতে পারল না মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে কাশিপুর থানার পাহাড়পুর গ্রামের কাছে। কাশীপুরের তালাজুড়ি গ্রামের শ্রীমতী হাইস্কুলে পরীক্ষা দিতে আসছিল মাধ্যমিক পরীক্ষার্থী তন্ময় ব্যানার্জি ও শুভজিৎ দাস। বাইকে করে তাদের পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছিলেন তন্ময়ের বাবা তাপস ব্যানার্জি। পাহাড়পুর গ্রামের কাছে দ্রুত বেগে ধাববান একটি মারুতি ওমনি গাড়ি তাদের ধাক্কা মেরে পালায়। পুলিশ আহতদের উদ্ধার করে গৌরাঙ্গডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। শুভজিৎ সুস্থ হয়ে পরীক্ষা দিতে পারলেও গুরুতর আহত তন্ময় ও তার বাবা তাপস বাবুকে বাঁকুড়াতে ভর্তি করা হয়। ফলে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলো না তন্ময়ের। একটা বছর নষ্ট হয়ে গেল তার।









Post Comment