insta logo
Loading ...
×

নোট বদলে মিলবে চারগুন বেশি টাকা ,প্রতারকদের খপ্পরে বাঁকুড়ার যুবক

নোট বদলে মিলবে চারগুন বেশি টাকা ,প্রতারকদের খপ্পরে বাঁকুড়ার যুবক

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা

পাঁচশো টাকার নোটের পরিবর্তে মিলবে ১০০ টাকার নোট। তাও আবার চার গুণ বেশি। অর্থাৎ কেউ যদি ৫০০ টাকার বান্ডিলে ১ লাখ টাকা দেয়। তাহলে তিনি ১০০ টাকার নোট ৪ লাখ টাকা পাবেন। মাসখানেক আগে অজ্ঞাত পরিচয় একটি ফোন নম্বর থেকে এমনই টোপ দেওয়া হয়েছিল বাঁকুড়ার হিড়বাঁধ থান এলাকার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বাসিন্দা সুজিত দাসকে।
প্রতারকদের প্রলোভনে পা দিয়ে ফেলেন ওই ব্যক্তি। তার পর গত ৫ সেপ্টেম্বর প্রতারকরা ওই ব্যক্তিকে ফোন করে হুড়া থানার দলদলি গ্রামের পাশে দেখে সাক্ষাত করে। সত্যতা যাচাই করতে সুজয় বাবু ওই ব্যক্তিদের দুটি দুশো টাকার নতুন নোট দেন।পরিবর্তে ওই অজ্ঞাত পরিচয় যুবকরা তাকে একশো টাকার ২ হাজার টাকা দেয়। ঠিক তার দু’দিন পর অর্থাৎ ১১ ওই প্রতারকরা ছেলের অসুস্থতার কারণ দর্শিয়ে দু হাজার টাকা অনলাইন মারফত ধার হিসাবে চেয়ে নেয়। এরপর ফের ১৪ ই নভেম্বর প্রতারকরা সকালে তাকে আবার দলদলি গ্রামের কাছে ৫০০ টাকার নতুন নোট নিয়ে আসতে বলে। কিন্তু ঐদিন দেখা করে কথাবার্তা করলেও কোন টাকা নিয়ে যাননি সুজিত।

এরপর গত ১৪ সেপ্টেম্বর ৫০০ টাকার নোট দেড় লাখ টাকার পরিবর্তে ৬ লাখ টাকার প্রলোভন দেয় প্রতারকরা। তবে এবার প্রতারকরা স্থান বদল করে পুঞ্চা থানার বনগ্রাম এলাকায় তাকে ডাকে। সেই মতো ওইদিন সকাল আনুমানিক সাড়ে ৯ টা নাগাদ ওই স্থানে টাকা নিয়ে পৌঁছান সুজিত বাবু। সেখানে দেখা হওয়ার পর ৫০০ টাকার নোট দেড় লাখ টাকা নিয়ে পরবর্তী ৬ লাখ টাকা নিয়ে আসছে বলে অপেক্ষা করেতে বলে তিন – চারজন যুবক একটি জঙ্গলে ঢুকে যায়। যাওয়ার সময় তারা সুজিত বাবুর ফোনটিও নিয়ে চলে যায়। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পরেও ওই যুবকের দেখা না পাওয়ায় অবশেষে তিনি বুঝতে পারেন প্রতারকদের খপ্পরে পড়েছেন। এই ঘটনায় বৃহস্পতিবার পুরুলিয়ার পুঞ্চা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার পরিপেক্ষিতে পুলিশ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

Post Comment