insta logo
Loading ...
×

মানবাজারে বাবা-ছেলে সহ একই পরিবারের চারজন গ্রেফতার

মানবাজারে বাবা-ছেলে সহ একই পরিবারের চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

বাবা, ছেলে সহ একই পরিবারের চারজনকে গ্রেফতার করলো পুলিশ। পড়শিকে মারধর ও শ্লীলতাহানির পুরনো একটি মামলায় মানবাজার থানার পুলিশ শুক্রবার তাদেরকে গ্রেফতার করে। শনিবার ধৃতদেরকে পুরুলিয়া আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সন্তোষ মাহাতো, বৃহস্পতি মাহাতো, জিতেন মাহাতো ও সন্তোষের ছেলে ভদ্রলোচন মাহাতো। এদের সকলের বাড়ি মানবাজার থানার জবলা গ্রামের ধবারডি
টোলায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসে জমি সংক্রান্ত একটি ঝামেলাকে ঘিরে পাড়ু মাহাতোর বাড়িতে চড়াও হয় পড়শি চারজন। লাঠি,শাবল দিয়ে মারধরের পাশাপাশি এক বৃদ্ধ মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় জখম হন পাড়ু মাহাতো, তার ছেলে এবং স্ত্রী। জখমদেরকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ওই ঘটনায় ১২ সেপ্টেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে মানবাজার থানায় অভিযোগ করেন পাড়ু মাহাতো। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মানবাজার থানার পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্তে নামে। তারপর থেকে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছিল বলে অভিযোগ। শুক্রবার বাড়িতে হানা দিয়েচারজনকে গ্রেফতার করে মানবাজার থানার পুলিশ।

Post Comment