নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
বান্দোয়ানের পর এবার ঝালদা। ঝাড়খন্ডে আলু পাচার রুখল পুলিশ। চারশো বস্তা আলু সহ একটি লরি পুলিশ বাজেয়াপ্ত করল । গ্রেফতার করা হয়েছে চালককে । চালকের নাম পীতাম্বর রাও। তিনি ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। লরি ধরা পড়ে বুধবার দুপুরে। পুলিশের দাবি লরিটি ঝালদার দিক থেকে ঝাড়খণ্ডের রাঁচির দিকে যাচ্ছিল। আন্তঃরাজ্য নাকা কেন্দ্র ঝালদার তুলিনে পুলিশ লরিটিকে আটক করে। তল্লাশি চালানো হয়। আর তখনই মেলে ওই বিপুল পরিমাণ আলুর হদিশ। ছিল না আলু পরিবহনের কোনো বৈধ নথি। ঘটনায় চালক ছাড়াও বাজেয়াপ্ত লরিটির মালিকের বিরুদ্ধে স্যুয়োমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment