দেবীলাল মাহাত, আড়শা :
সুপ্রিমকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫৩ শিক্ষকের। তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের চাকরি ফেরাতে হবে। দিতে হবে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করুক সরকার। এমন সব দাবি নিয়ে আড়শা থানার সিরকাবাদে মিছিল করল সারাভারত ফরওয়ার্ড ব্লক। আয়োজিত হয় পথসভা। উপস্থিত ছিলে ফরওয়ার্ড ব্লক দলের জেলা সম্পাদক মিহির মাঝি সহ অন্যান্যরা।
Post Comment