নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :
সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত হল। শুক্রবার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাঘমুন্ডি ব্লক কমিটির উদ্যোগে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় বাঘমুন্ডিতে। পরে অযোধ্যা মোড় থেকে হাইস্কুল পর্যন্ত নানান দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে প্রতিটি অঞ্চলে সরকারি শিবির করে ৩০০০ টাকা দরে ধান কেনা,বালির কালোবাজারি বন্ধ করা, জেলার বিদ্যালয়গুলিতে শূন্যপদে স্থানীয় ছেলে- মেয়েদের নিয়োগ, বিদ্যুতের দাম কমা, জেলাতে হিমঘর নির্মাণ করা,ঝালদাতে মহকুমা হাসপাতালের অনুমোদন, পুরুলিয়া সদর হাসপাতাল স্থানান্তরিত না করা সহ ১৭ দফা দাবি তোলা হয়। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক মিহির মাঝি, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা, ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো প্রমুখ। রাজ্য
সম্পাদকমন্ডলীর সদস্য অসীম সিনহা বলেন, ” কেন্দ্র ও রাজ্য সরকার আমাদের দাবি গুলোর সমস্যার সমাধান না করলে বৃহত্তর আন্দোলন নামা হবে।”










Post Comment