বিশ্বজিৎ সিং সর্দার, জয়পুর :
প্রখর দাবদাহে অগ্নিকাণ্ডের ঘটনার মোকাবিলা করতে ও জনসংযোগে তৎপর পুরুলিয়া জেলা বন বিভাগ। জেলা জুড়ে জল ছত্রের মাধ্যমে মানুষকে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করেছে বনদপ্তর। শনিবার জয়পুর বনাঞ্চলের পক্ষ থেকে জয়পুর আটাকল মোড়ে স্থানীয় মানুষদের জমায়েত করে গাছের চারা বিতরণ করে তাদের সচেতন করা হয়। কোন ভাবে জঙ্গলে আগুন ধরে গেলে তৎক্ষণাৎ বনদপ্তর, স্থানীয় পঞ্চায়েত সমিতি ও পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার কথা বলা হয় তাদের।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুর বনাঞ্চলের রেঞ্জার বাসুদেব রাজোয়াড়, জেলা পরিষদের বন ও ভুমি দপ্তরের কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য্য, কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি , জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো সহ অন্যান্যরা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ও বনাঞ্চলকে বাঁচাতে এই উদ্যোগ বনবিভাগের।
জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ বলেন, “জনগণের সহায়তায় বনাঞ্চল বাঁচিয়ে রাখা সম্ভব। তাই জনগণের সহায়তায় জয়পুর ব্লকে সবুজায়ন করার প্রচেষ্টা চলছে। এতে সমস্ত মানুষ উপকৃত হবেন। “
Post Comment