insta logo
Loading ...
×

শিশুদের ভবিষ্যৎ রক্ষায় পুরুলিয়ায় বনদপ্তরের পরিবেশ-বার্তার সাইক্লোথন

শিশুদের ভবিষ্যৎ রক্ষায় পুরুলিয়ায় বনদপ্তরের পরিবেশ-বার্তার সাইক্লোথন

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:

সাইকেলে ম্যারাথন। তাই নাম সাইক্লোথন। শিশুদিবসের দিনে পরিবেশ রক্ষায় অঙ্গীকারের বার্তা দিতে শুক্রবার পুরুলিয়া জেলায় অনুষ্ঠিত হল এক অনন্য গণপরিবেশ সচেতনতা সাইক্লোথন। বনদপ্তরের উদ্যোগে আয়োজিত এই ৪০ কিলোমিটারের সাইক্লোথনে অংশ নিলেন পুরুলিয়া ডিভিশন, কংসাবতী নর্থ-সাউথ ডিভিশন, এক্সটেনশন ফরেস্ট্রি ডিভিশন এবং পুরুলিয়া ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর মোট ৪৫–৫০ জন আধিকারিক-কর্মী।
এদিন সকালে এই সাইক্লোথন শুরু হয় পুরুলিয়ার পাড়া ফরেস্ট রেঞ্জ অফিস থেকে। প্রায় ম্যারাথন-শৈলীতে সাজানো এই সাইকেল অভিযান শেষ হয় হুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে পৌঁছে। দীর্ঘ পথজুড়ে বনদপ্তরের কর্মীরা শুধু সাইকেল চালাননি, বরং পথের ধারের ছোট দোকানদার, ফুটপাতের ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের সাথে সরাসরি কথা বলে পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছেন।

সাইক্লোথনের অন্যতম লক্ষ্য ছিল—আসন্ন পর্যটন মরসুমকে সামনে রেখে প্লাস্টিক বোতল, ক্যারি ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পুনঃব্যবহার ও পুনর্ব্যবহার সম্পর্কে স্থানীয়দের সচেতন করা।
বনদপ্তরের কর্মীরা দোকানদারদের অনুরোধ করেন, “পর্যটকরা যখন শীতে পুরুলিয়ায় আসবেন, তখন যতটা সম্ভব প্লাস্টিক কম ব্যবহার করার পরিবেশ তৈরি করুন।”
সাইক্লোথনের সঙ্গে চলছিল মোবাইল ভ্যান—যাতে ছিলেন সাপোর্ট স্টাফ, সাইকেল খারাপ হলে বা অংশগ্রহণকারীদের কারও অসুস্থতা বা অন্য জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক সেবা দেওয়ার ব্যবস্থা করা যায়। এডিএফও সায়নী নন্দী বলেন, “আজ শিশু দিবস। এই শিশুদের ভবিষ্যৎ পৃথিবীকে সুস্থ ও বাসযোগ্য রাখা আমাদের সবার কর্তব্য। সেই বার্তাই ছড়িয়ে দিতে আজকের এই পরিবেশ-অভিযান।”

Post Comment