insta logo
Loading ...
×

বন্যপ্রাণ সংরক্ষণে আড়শায় পদযাত্রা বনদফতরের

বন্যপ্রাণ সংরক্ষণে আড়শায় পদযাত্রা বনদফতরের

দেবীলাল মাহাত, আড়শা:

বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিয়ে পদযাত্রা হল আড়শায়। বুধবার সকালে আড়শা বনদপ্তরের উদ্যোগে এই পদযাত্রা হয় আড়শা ব্লকের সিরকাবাদে। এদিন সিরকাবাদ বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করে সমগ্র গ্রাম পরিক্রমা করে আবার বাসষ্ট্যান্ড এসে শেষ হয়। প্ল্যাকার্ড হাতে পদযাত্রায় হাঁটেন পড়ুয়ারা। তাতে লেখা “ধ্বংসের উৎসব নয়,আসুন রক্ষার সৃষ্টির উৎসব পালন করি। বন্যেরা বনেই সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে ।” এই পদযাত্রায় পড়ুয়াদের পাশাপাশি হাঁটেন আড়শা বনদপ্তরের আধিকারিকরাও।

Post Comment