নিজস্ব প্রতিনিধি,বলরামপুর
সরকারি জমি থেকে পলাশ কাছ কাটার অভিযোগে ১১ জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা রুজু করল বন দফতর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পুরুলিয়া বন বিভাগের বলরামপুর রেঞ্জ আধিকারিক সৈকত মণ্ডল থানায় একটি লিখিত অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে নামোহাতুয়াল গ্রামের ১১ জন বাসিন্দার বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে বলরামপুর থানার পুলিশ। সৈকত বাবু পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি নামোহাতুয়াল গ্রামের বাসিন্দা রবিলাল মান্ডির তরফে পোস্ট মারফত একটি অভিযোগ পান। তাতে ওই ব্যক্তি জানান নামোহাতুয়াল গ্রামের ১১ জন বাসিন্দা দেউলি মৌজায় বেআইনি ভাবে ৩২ টি পলাশ গাছ কেটে দিয়েছে। এই অভিযোগ পাওয়ার পরেই বন দফতরের বলরামপুর রেঞ্জের আধিকারিক সরজমিনে পরিদর্শন করে দেখেন ২৪ টি পলাশ গাছ কাটা হয়েছে। এবং যে জমিতে ওই পলাশ গাছ গুলি ছিল সেই জমিটি জঙ্গল হিসেবে রেকর্ড ভুক্ত। এবং রাজ্যে সরকারের তরফে ওই জমির মালিক জেলাশাসক।











Post Comment