নিজস্ব প্রতিনিধি, বরাবাজার ও ঝালদা:
জঙ্গলমহলের বরাবাজারে বন দফতরের তৎপরতায় ভেঙে ফেলা হলো বনভূমিতে গড়ে ওঠা বেআইনি নির্মাণ। ঘটনাটি ঘটেছে কংসাবতী দক্ষিণ বন বিভাগের বরাবাজার রেঞ্জের সিন্দরি বিটের হাতিতুপা এলাকায়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে টহল অভিযানের সময় বনকর্মীরা দেখতে পান, বনভূমির ভেতরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি চালা ধরনের স্থাপনা নির্মাণ করেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত বনকর্মীরা স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দাবিদার খোঁজার চেষ্টা করলেও কেউই সেই নির্মাণের মালিকানা স্বীকার করেনি।
অন্যদিকে কাঠ পাচারের চেষ্টা ব্যর্থ করল বন দফতর ও ঝালদা থানার পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে ৩৫টি গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পুরুলিয়ার ঝালদা থানার পুস্তি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে— বেআইনি ভাবে গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক্টর পুস্তি দিক থেকে জারগোর দিকে যাচ্ছে। খবরের ভিত্তিতে পুলিশ পুস্তি গ্রামের হরিমন্দিরের সামনে অভিযান চালায়। পুলিশকে দেখতে পেয়ে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।
পরে ট্রাক্টরটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রাক্টরে থাকা কাঠের গুঁড়িগুলির দৈর্ঘ্য ৪ থেকে ৬ ফুট পর্যন্ত। ঘটনায় ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে ঝালদা থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে।
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, চোরাকারবারিদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।







Post Comment