বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া:
বাড়ি বানাবেন? বালি কোথায়? বালির অভাবে থমকে নির্মাণ কাজ। অবৈধ বালি পাচার রুখে দিচ্ছে পুলিশ। আর সব ব্লকে সরকার নির্ধারিত ঘাটও করা হয়নি।
জেলায় যারা বিভিন্ন নদীঘাটে বালির লিজ পেয়েছেন তারা নিজেদের খুশি মতো দাম নিচ্ছেন। সরকারের কোন নিয়ন্ত্রণই নেই। এমন অভিযোগ তুলে বালির দাম সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে এই দাবিতে শনিবার পুরুলিয়া জেলা জুড়ে পথ অবরোধ করলো কংগ্রেস। পুরুলিয়া জেলার প্রায় ৩৪টির বেশি স্থানে অবরোধ হয়।
জেলার প্রায় সব জায়গাতে অবরোধস্থলগুলি মূলত ছিলো জাতীয় ও রাজ্য সড়ক। সব স্থানেই এক ঘণ্টার মধ্যে অবরোধ তুলে নেওয়া হয়। বেলা ১২ টা থেকে প্রায় এক ঘন্টা দুপুর একটা পর্যন্ত সব জায়গাতেই এই অবরোধ চলে। জেলাজুড়ে ব্যাপক যানজটে ভোগান্তিতে পড়তে হয় পথ চলতি মানুষকে।
পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “আমাদের দাবি, সরকারকে বালির দাম নিয়ন্ত্রণ করতে হবে। সরকার বালির মূল্য বেঁধে দিলে তা কতটা নাহ্য তা আমরা বিবেচনা করব। তবে অবিলম্বে বালির দাম নিয়ন্ত্রণ করুক সরকার। না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে। প্রয়োজনে হাইকোর্টে যাব। “
ঝালদা থেকে বলরামপুর, পুরুলিয়া শহর থেকে জয়পুর, বাঘমুণ্ডি থেকে কোটশিলা, জেলার ৩৪টিরও বেশি স্থানে অবরোধ হয় এদিন।
তথ্য সহায়তা : নিজস্ব প্রতিনিধি, ঝালদা,জয়পুর, বাঘমুণ্ডি, কোটশিলা,বলরামপুর।
Post Comment