insta logo
Loading ...
×

আড়শায় আয়োজিত হলো লোকনৃত্য প্রতিযোগিতা

আড়শায় আয়োজিত হলো লোকনৃত্য প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

মহকুমা স্তরের জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আড়শায়। মঙ্গলবার আড়শা ২নং চক্রের পরিচালনায় ও সমগ্র শিক্ষা মিশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আড়শা ২নং চক্রের সভাকক্ষে। প্রতিযোগিতায় পুরুলিয়া সদর মহকুমার অন্তর্গত ১২টি চক্র সম্পদ কেন্দ্রের সমস্ত বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আড়শা ১নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর দে, আড়শা ২নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পোড়িয়া প্রমুখ। আড়শা ২নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পোড়িয়া বলেন, “প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দল জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।”

Post Comment