insta logo
Loading ...
×

পৃথক দুর্ঘটনায় জখম পাঁচ।

পৃথক দুর্ঘটনায় জখম পাঁচ।

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

দুই বাইকের মুখোমুখি ধাক্কা। তিনজন আহত। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে আড়শা থানার ভোঁদা মোড়ের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

অন্য দুর্ঘটনাটি ঘটেছে বুধবার পাড়া থানার রুকনি মোড়ে রঘুনাথপুর – চন্দনকিয়ারি রাস্তায় ব্রাভো স্পঞ্জ আয়রন কারখানার কাছে। কারখানার কাছে দাঁড়ানো একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে একটি বাইক। চালক ও আরোহী বাইক থেকে ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পুলিশ।

Post Comment