নিজস্ব প্রতিনিধি, হুড়া:
প্রথমবার বইমেলা আয়োজনে ব্যাপক সাড়া মিলল পুরুলিয়ার হুড়ায়। হুড়া হাটতলা ময়দানে মঙ্গলবার শুরু হয়েছে বইমেলা। প্রথম দিনে মিলল ব্যাপক সাড়া। জেলার বিভিন্ন প্রান্ত অংশ নিতে এসেছিল ছাত্র-ছাত্রীরা। আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মোট ২৪টি স্টল রয়েছে মেলায়। দুপুর একটা থেকে রোজ রাত দশটা পর্যন্ত মেলা খোলা থাকবে। হুড়া পঞ্চায়েত সমিতি ও হুড়া বইমেলা কমিটির ব্যবস্থাপনায় হুড়া বই মেলার আয়োজন করা হয়। পরবর্তী সময়ে আরও বড় আকারে এই বইমেলা আয়োজনের প্রতিশ্রুতি দেন আয়োজকরা। প্রদীপ জ্বালিয়ে এই বই মেলার শুভ উদ্বোধন করেন আগত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধারানি টুডু , পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো, হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম সহ বিশিষ্টজনেরা।চারদিন ধরে চলবে এই বইমেলা।









Post Comment