নিজস্ব প্রতিনিধি, আড়ষা : মদ্যপ স্বামী। ঝামেলা হতো নিয়মিত। আর সইতে না পেরে বিয়ের চারবছরের মাথায় গলায় দড়ি দিলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার তুম্বা ঝালদা গ্রামে। মৃতার নাম পবিতা মাহাতো (২১)। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়েছে। এদিকে আবগারি দপ্তর সূত্রে পাওয়া তথ্য বলছে মদ বিক্রিতে রাজস্ব লাভে রাজ্যের প্রথম স্থানে পুরুলিয়া। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যটি সোশাল মিডিয়ায় ভাইরাল।
Post Comment