insta logo
Loading ...

হাসপাতাল থেকে মাধ্যমিক

হাসপাতাল থেকে মাধ্যমিক

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

কারও প্যানিক অ্যাটাক, তো কেউ অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে। পরীক্ষা দেওয়া বন্ধ হলো না তাতে। হাসপাতালের বেডেই পরীক্ষা দিলো তারা।

ঘটনা ১: পরীক্ষার হলেই প্যানিক অ্যাটাকের শিকার এক পরীক্ষার্থী। পুরুলিয়ার ঝালদা সত্যভামা বিদ্যাপীঠে সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষা দিতে গিয়েছিল সে। আর সেখানেই অসুস্থ হয়ে পড়ে সে। ঝালদা ১ ব্লকের মেরিন হাই স্কুলের বিশ্বজিৎ মাহাতর অসুস্থতায় ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক তথা অবর বিদ্যালয়ে পরিদর্শক শুভঙ্কর নন্দ সঙ্গে সঙ্গে ঝালদা ১ নং ব্লক প্রাথমিক হাসপাতালে তাকে ভর্তি করান। সেখান থেকেই পরীক্ষা দেয় সে।

ঘটনা ২ : আড়শা ব্লকের কান্টাডি শিক্ষাসত্র স্কুলের ছাত্র জগবন্ধু কুমার কয়েকদিন ধরে অসুস্থ। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছে সে। সেখান থেকেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন কর্তৃপক্ষ।

ঘটনা ৩ : পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিছানা থেকেই অসুস্থ অবস্থায় পরীক্ষা দিচ্ছে আদাবনা নগেন্দ্রনাথ হাই স্কুলের রিঙ্কু মাহাতো।

ঘটনা ৪ : রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালেও এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

Post Comment