নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
এ এক অদ্ভুত দৃশ্য! স্মরণাতীত কালে এমন দৃশ্য দেখেছেন কি না, মনে করতে পারছেন না এলাকার বয়োবৃদ্ধরাও। পুরুলিয়া জেলার ঝাড়খণ্ড সীমান্তের ঝালদা থানার মেরেন্দ গ্রামে লেগেছে আগুন। সেই আগুন নেভাতে দুই রাজ্যের দমকল কর্মীরা উপস্থিত হলেন গ্রামে।
গ্রামের এক বাসিন্দার খড়ের গাদায় লেগেছিল আগুন। কী কারণে আগুন লেগেছিল জানা না গেলেও, পরিণতি বড়ো ভয়ানক। ছাই হয়ে গেল পঞ্চাশ হাজার খড়। গ্রামের রামনাথ মাহাত জানান তার খড়ের গাদায় আগুন লাগে। ঝালদা দমকল বিভাগে বহুবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় সামনেই ঝাড়খন্ডের সিল্লী থানার মুরি হিন্ডালকো থেকে দমকল ডাকা হয়। ওই খানে রামনাথ বাবুর এক ভাই কাজ করেন। পরে ঝালদা থানার দমকলও আসে ঘটনাস্থলে। দুই রাজ্যের দমকল ও স্থানীয় মানুষদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সব খড় ছাই হয়ে গেছে। শুধু তাই নয়, সারা বছরের জন্য জোগাড় করে রাখা জ্বালানী কাঠও পুড়ে যায়। রামনাথ বাবু বলেন, সময়মতো ঝালদা দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করা গেলে হয়তো খড় বাঁচাতে পারতাম।











Post Comment