সঞ্জয় চৌধুরী, বরাবাজার :
তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। ঠিক সেই সময় বরাবাজার ব্লকের বামুনডিহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে জ্বলল দাউ দাউ আগুন। হাসপাতালের রোগী ও স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল চত্বরে জঞ্জাল পরিষ্কার করার জন্যই বামুনডিহা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হাসপাতালের কর্মীদের আগুন লাগাতে পরামর্শ দিয়েছেন। জঞ্জাল মুক্ত করতে গিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন। এই আগুন লাগানোর ফলে অনেক জীবজন্তু মারা যেতে পারে। শুধু তাই নয়, হতে পারে গাছ এবং মাটির ক্ষতি।
বরাবাজার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তরুণ কুমার মাহাতো বলেন, “পরিবেশ ঠিক রাখার জন্য গাছ লাগানো প্রয়োজন। গাছ নষ্ট করার বিপক্ষে সরকার। যদি ওই চিকিৎসক আগুন লাগানোর পরামর্শ দিয়ে থাকেন তাহলে এটা সঠিক করেননি।” বামুনডিহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শ্যাম কিংকর কুইরী বলেন, “ওখানে জঞ্জাল আগের থেকেই ছিল। কোন রকমে হয়তো আগুন লেগে গেছে। নেভানোর জন্য দুটি মহিলাকে বলেছিলাম।”








Post Comment